ইপসম সল্টের ব্যবহারঃ
মাটিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব হলে এবং আশানুরূপ ফলন পেতে হলে ইপসম সল্ট ব্যবহার করুন ।
ইপসম সল্টের অভাব জনিত লক্ষনঃ
- গাছের পাতা হলুদ ও লালচে বর্ন ধারণ করে ।
- প্রথমে পাতার প্রান্ত লালচে ও হলুদ বর্ন হবে।
- গাছের পাতা কুঁকড়ে যাবে এবং স্বাভাবিক বৃদ্ধি হবে না।
- পরে পাতার শিরা, উপ-শিরা আক্রান্ত হবে।
- ফসলের ফলন কমে যাবে।
ইপসম সল্ট ব্যাবহারের উপকারিতাঃ
- গাছকে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহনে বিশেষ সহায়তা করে।
- মাটির গঠন উন্নয়নে ইহা গুরুত্বপুর্ন ভুমিকা রাখে।
- ফসলের গুনগতমান বৃদ্ধি পাবে।
- ফসলের পাতার রং ও আকার স্বাভাবিক হবে।
- আশানুরূপ ফলন পাওয়া যাবে।
- ইহা ব্যাবহারে মাটির PH এর উপর কোন প্রভাব ফেলে না ।
- সঠিক প্রয়োগে ইহার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং পরিবেশের উপর কোন প্রভাব ফেলে না ।
ইপসম সল্ট ব্যাবহারের সময়ঃ
- জমি তৈরির সময় শেষ চাষে ।
- ফসলে ম্যাগনেসিয়াম সালফেট এর অভাব পরিলক্ষিত হলে ।
ইপসম সল্ট এর ব্যবহার বিধিঃ
- বীজ বপন বা চারা রোপণের আগে ছিটিয়ে প্রয়োগ করতে হয় ।
- ফসলে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব দেখা দিলে স্প্রে মেশিনের সাহায্যে গাছ ভিজিয়ে দিতে হবে অথবা সরাসরি ছিটিয়ে প্রয়োগ করতে হবে ।
ইপসম সল্টের প্রয়োগ মাত্রাঃ
ছিটিয়ে প্রয়োগঃ একর প্রতি ৬-৮ কেজি ইপসম সল্ট প্রয়োগে ভালো ফল পাওয়া যায় । ম্যাগনেসিয়ামের অভাব বেশি হলে পরামর্শ অনুযায়ী প্রয়োগ মাত্রা আর বাড়াতে হবে ।
স্প্রে করার সময় ১০ লিটার পানিতে ১৩০-১৫০ গ্রাম ইপসম সল্ট ভাল ভাবে মিশিয়ে ৫ শতক জমিতে ছিটাতে হবে ।
মজুত করনঃ
শুষ্ক ও ছায়া যুক্ত স্থানে মজুত করুন।
সতর্কতাঃ
টি এস পি , এস এস পি বা ডি এ পি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না ।
শিশু, পশু পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাইরে রাখুন ।